ডিসেম্বর ২২, ২০২৪

কয়েক হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় বাংলাদেশের আর্থিক খাতের আলোচিত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারের মা লীলাবতী হালদার মারা গেছেন। গত ২৮ মে কলকাতায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর ৬ দিন পার হয়ে গেলেও ২ ছেলে জেলে থাকায় এখনও তার শেষকৃত্য সম্পন্ন হয়নি।

বার্ধক্যজনিত কারণে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে কলকাতার বাইপাসের পাশে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লীলাবতী হালদার। গত ২৮ মে সকাল ৮টা ৩০ মিনিটে মাল্টিঅর্গ্যান ফেলিওরের কারণে মারা যান তিনি।

লীলাবতী হালদারের ২ ছেলে পিকে হালদার এবং প্রাণেশ হালদার অর্থপাচার মামলায় কলকাতায় কারাবন্দি। আন্তর্জাতিক অপরাধের সঙ্গে যুক্ত থাকায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যও তাদের প্যারোল মঞ্জুর করেনি জেল কর্তৃপক্ষ। এর ফলে মারা যাওয়ার পর থেকে লীলাবতী হালদারের মরদেহ কলকাতার পিস ওয়ার্ল্ডে সংরক্ষিত রয়েছে। লীলাবতী হালদারের আরেক ছেলে পৃথ্বীশ হালদার বর্তমানে বাংলাদশ ও ভারত থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...