জানুয়ারি ২২, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ও গুদাম পুড়ে গেছে। বুধবার (১৮ জানুয়ারি) ভোর সোয়া ৫টায় চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার ভোরে বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সাতটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটে থাকা ১৫টি ক্রোকারিজ দোকান, আবাসিক হোটেল, খাবার হোটেলসহ প্রায় ৩০টি দোকান পুড়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র জানান, বুধবার ভোর সোয়া ৫টার দিকে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফেনীসহ জেলা সদর মাইজদী, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী থেকে মোট ১২টি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...