জানুয়ারি ২৩, ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। আইপিএলে চারবার শিরোপা জয়ী দলটি প্রতি আসরেই দাপুটে পারফরম্যান্স করে থাকে। চলমান আসরেও প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করার পর দলের এমন সাফল্যের মূলমন্ত্র জানিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলে সবচেয়ে বেশিবার প্লে-অফ খেলা দল চেন্নাই। দীর্ঘ যাত্রার পর মাঝের দুই বছর নিষেধাজ্ঞার কারণে আইপিএলে অংশ নিতে পারেনি চেন্নাই। এ ছাড়া বাকি ১৪ আসরেই খেলেছে দলটি। প্লে-অফে উঠেছে এ নিয়ে ১২ বার। এবারের আসরের আগে খেলা ১১টি প্লে-অফের মধ্যে ৯ বারই ফাইনাল খেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। চারবার জিতলেও বাকি সময় হারতে হয়েছে তাদের। এমন সাফল্যের কারণে পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স থেকেও সফল দল হিসেবে বিবেচনা করা হয় চেন্নাইকে।

দলের এমন সাফল্যের রেসিপি মূলমন্ত্র কী এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘আমার মনে হয় না আলাদা কোনো রেসিপি আছে। সেরা খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করতে হবে, তাকে সেরা পজিশনটা দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে তারা পারফর্ম করার সর্বোচ্চ সুযোগটা পায়। তাদের এমনভাবে ব্যবহার করতে হবে, যেন তারা পারফর্ম করার সর্বোচ্চ সুযোগ পায়। একই সঙ্গে যেসব জায়গায় তারা শক্তিশালী নয়, সেই জায়গায় পরিচর্যা করতে হবে। এটা ব্যাটসম্যান কিংবা বোলার, যে কারও জন্যই হতে পারে।’

তিনি আরও বলেন, ‘কোনো একজনকে নিজের জায়গাটা বিসর্জন করতে হবে, নিজের জায়গাটা অন্য কাউকে দিতে হতে পারে। এটা করলে কোনো না কোনোভাবে দলের জন্য যেটা ভালো, আপনি সেটাই করছেন। চেন্নাই ম্যানেজমেন্ট সব সময় আমাদের পাশে ছিল। তারা সব সময়ই বলেছে, “ভেবো না, যা করছ সেটা করতে থাকো, ভালো করবে।” এসবের অনেক বড় প্রভাব আছে। আমাদের সফলতার পেছনে এটা অনেক বড় একটা কারণ। প্লেয়াররাও অনেক গুরুত্বপূর্ণ। এটা ব্যক্তিগত পারফরম্যান্সের বিষয় নয়, আপনি চাইবেন তারা যেন দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেভাবে পারফর্ম করতে পারে। তারা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্নই ছিল না। তাদের ভাবনা ছিল, আমরা কীভাবে নকআউট পর্বে যেতে পারি, ধারাবাহিক পারফর্ম করতে পারি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...