ডিসেম্বর ২২, ২০২৪

আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীন তাইওয়ানকে অবরুদ্ধ করার চেষ্টা করলে বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করা হবে। তবে ট্রাম্প মনে করেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং তাকে উসকানোর চেষ্টা করবেন না কারণ শি তাকে সম্মান করেন। ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

চীনের প্রেসিডেন্টের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনি যদি তাইওয়ানে হামলা চালান, তাহলে আমি আপনাদের পণ্য ও সেবা ক্ষেত্রে ১৫০ থেকে ২০০ শতাংশ করারোপ করব।

রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থীর মতে, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকার প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কিছু করার সাহস করবে না। কারণ, তারা জানে এমনটি করলে তাদের কঠিন ও নজিরবিহীন জবাব পেতে হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদকে ট্রাম্প আরও বলেছেন, চীনের সম্ভাব্য তাইওয়ান অবরোধ ঠেকাতে আমাকে সামরিক শক্তি ব্যবহার করতে হবে না। কারণ, চীনের প্রেসিডেন্ট শি আমাকে সম্মান করেন এবং তিনি জানেন আমি একজন খ্যাপাটে মানুষ।

তবে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সাথে তার ভালো সম্পর্ক রয়েছে বলে জানান ট্রাম্প।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...