জানুয়ারি ২২, ২০২৫

মেট্রোরেল ভ্রমণের জন্য নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ থাকার পর তা ফের চালু হয়েছে। একইসঙ্গে নষ্ট কার্ডগুলো নবায়নও চালু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) থেকে এমআরটি পাস প্রক্রিয়া চালু হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এদিন সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত তথ্য জানিয়ে বলা হয়, “আজ হতে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।”

এর আগে, গত ১ নভেম্বর সন্ধ্যায় ডিএমটিসিএলের ফেসবুক পেজ থেকে এমআরটি পাস রেজিস্ট্রেশন ও নবায়ন রাখার কথা জানানো হয়। তখন অবশ্য বলা হয়েছিল, এই কার্যক্রম ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে, ‍দু’দিনের মাথায় এই কার্যক্রম ফের চালু করলো ডিএমটিসিএল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...