ডিসেম্বর ২৩, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও রাজশাহী বিভাগের আট জেলায় একই সময়ে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে সকাল থেকে বাস ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও বিকেল থেকেই আন্তঃজেলা ও বিভাগ পর্যায়ে বাস চলাচল কমতে থাকে। ফলে যাত্রীদেরকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বলেন, ধর্মঘ‌টের সঙ্গে বিএন‌পির মহাসমা‌বে‌শের কো‌নো সম্পর্ক নেই। কারণ এই ১০ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সাথে আলোচনা করে আসছিল বাস মালিক ও শ্রমিকেরা। সরকারের পক্ষ থেকে এই দাবি না মানার কারণে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলা ও দেশের বিভিন্ন রুটে গড়ে প্রায় পাঁচ শতাধিক বেশি বাস চলাচল করে থাকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...