জানুয়ারি ৯, ২০২৫

চট্টগ্রামের পটিয়া উপজেলায় লরির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, লিটু কুমার ধর (৩০), তার বাবা শ্রীকান্ত ধর (৬৫) ও অটোরিকশাচালক আলী আজগর (৩০)।

নিহতদের মধ্যে লিটুদের বাড়ি পটিয়ার ধলঘাট এলাকায় এবং আলী আজগরের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আলাউদ্দিন বলেন, অটোরিকশাটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। শান্তিরহাট এলাকায় আরেকটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...