জানুয়ারি ১১, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি ফটিকছড়িমুখী এবং বাসটি চট্টগ্রামগামী ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস এবং অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনাস্থলে নারী-পুরুষসহ ৭ জন নিহত হন।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারীতে পদক্ষেপ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...