জানুয়ারি ২২, ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ২১৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩৬ ওভারে মাত্র ৯৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। ১১৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ সিরিজ হারে ৬ উইকেটে।

আজ বুধবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ১৮.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল কোনো ম্যাচে একশ রানও করতে পারেনি। নিজেদের চীরচেনা উইকেটেই যদি এমন অবস্থা হয় তাহলে বিদেশের মাঠে বাংলাদেশ নারী দল যে কতোটা ভালো খেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ক্রিকেট পরাশক্তি দলগুলোর সঙ্গে জয় পেতে হলে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স করতে হবে। এর ব্যতিক্রম হলে ম্যাচে জয় পাওয়া সম্ভব নয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...