জানুয়ারি ২৭, ২০২৫

বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ গ্যাস ও হার্ড পণ্য ব্যবসা পুর্নগঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি উচ্চ আদালতে এ বিষয়ে একটি খসড়া জমা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে নতুন ব্যবসা করতে পারবে।

লিন্ডেবিডি উচ্চ আদালত এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে হার্ড পণ্য ব্যবসার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। এতে কোম্পানির পণ্যের পরিসরে বৈচিত্র আনবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...