সেপ্টেম্বর ২০, ২০২৪

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এখন এ পথে চলাচলকারী ট্রেনগুলো বিকল্পে পথে চলাচল করছে। এছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় এ তথ্য জানান রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা গ্যাস দিয়ে রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী মোহনগঞ্জ কমিউটার ট্রেন ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। এমতাবস্থায় ঢাকা থেকে ময়মসিংহে চলাচলকারী ট্রেনগুলোকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে চলাচল করছে। ইতোমধ্যে ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে হলেও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে পরিচালনা করা হচ্ছে। অপরিদকে ভোরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন এলাকায় এসে পৌঁছে থেমে ছিল। পরে কাওরাইদ স্টেশন থেকে যমুনা এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে ময়মনসিংহ স্টেশনে নেওয়া হয়। সেখান থেকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়ক ধরে যমুনা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

মো. মোশারেফ হোসেন ভূঁইয়া আরও বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত তিনটি ট্রেন বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া কমিউটার ট্রেনে পরিচালনাকারী কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যাত্রা বাতিল করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *