জানুয়ারি ৭, ২০২৫

ফিলিস্তিনের গাজায় একদিনে অন্তত ৩৪ দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৭১ জন প্রাণ হারিয়েছে। নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

ইসরাইলি আগ্রাসনে নিজেদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েও হামলা থেকে রেহাই মিলছে না গাজাবাসীর। আশ্রয় শিবিরগুলোরও বেহাল দশা।। শুধু আশ্রয় শিবিরই নয়, অবশিষ্ট চিকিৎসা সেবা কেন্দ্রগুলোও একে একে এক ধ্বংস করছে ইসরাইলি সেনা।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি বাহিনী হামলাস্থলে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে নিহতদের মরদেহ সরিয়ে নিতেও বাধা দিচ্ছে। সেইসাথে গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংস্থাগুলো সাহায্যের আহ্বানও জানিয়েছে।

ইয়েমেন থেকে ইসরাইলে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ ভূপাতিত হওয়া এলাকায় ১২ ইসরাইলি আহত হয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...