নভেম্বর ১, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা–কর্মীদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রদর্শনী করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি টিএসসিতে বুথ স্থাপন করে আগামী তিনদিন হামলাকারীদের তথ্যপ্রমাণ সংগ্রহ করবে তারা।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির (স্থিরচিত্র) প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী তিন দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে।

হামলার সুনির্দিষ্ট প্রমাণ ও চাক্ষুষ সাক্ষীদের বুথে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত। তিনি লিখেছেন, সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত বুথ খোলা থাকবে।

সবাইকে যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র প্রদর্শনী আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...