জানুয়ারি ১১, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের গলিতে খেলতে গিয়ে একটি শটগান পেয়েছে শিশুরা। সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটি জব্দ করে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শিশুরা খেলতে গিয়ে শটগানটি পায় এবং ভুলবশত তারা একটি গুলিও করে। তবে, গুলিতে কেউ হতাহত হয়নি।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম গণমাধ্যমকে বলেছেন, আমরা খবর পেয়ে একটি শটগান, একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছি।

তিনি বলেছেন, এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। কারো কাছে যদি কোনো অস্ত্র থেকে থাকে সেগুলো আমাদের কাছে জমা দেবেন।

১৪ বছর বয়সী নুর আলম জানায়, আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনে। পরে আমরা সেটিকে ছাদের উপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। আমার বাবা খবরটি পেয়ে সবাইকে জানান। সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটি নিয়ে যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...