জানুয়ারি ২২, ২০২৫

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নিয়ে অনিশ্চয়তার কারণ দেখিয়ে খুলনায় ১১৫ মেগাওয়াট কেপিসি ইউনিট-২ এবং যশোরের নোয়াপাড়া ৪০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)।

আজ সোমবার (২8 অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কেপিসিএল এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিপিডিবির সঙ্গে আলোচনা সত্ত্বেও আনুষ্ঠানিক কোনো ক্রয় চুক্তি হয়নি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নির্দেশনার পর ২০২৪ সালের এপ্রিল থেকে গ্যারান্টিযুক্ত অফটেক ছাড়াই ‘নো ইলেকট্রিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে এসব প্লান্টের কার্যক্রম চলছিল।

কেপিসিএল আরও বলেছে, বিপিডিবি এসব কেন্দ্রের জন্য বিদ্যুতের চাহিদা প্রকাশ না করায় ভবিষ্যৎ চুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এই অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্পষ্ট না হওয়া পর্যন্ত প্ল্যান্টগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেপিসিএল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...