জানুয়ারি ১১, ২০২৫

বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার পরপরই খিলক্ষেতে বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, খিলক্ষেতে আকাশ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ২১ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকায় ১২টি স্থানে আগুন দেওয়া হয়েছে। এসব অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, দিনেরবেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে।

এদিকে বিএনপি আবারো তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। চলতি অবরোধ মঙ্গলবার ভোর ৬ টায় শেষ হবে। একদিন বাদ দিয়ে বুধ ও বৃহস্পতিবার আবারো এই কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...