বদলি ও পদোন্নতির বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে তদবির করছেন খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। যৌক্তিক বিষয়ে তদবীর না করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকদের (ডিজি) কাছে আবেদন পাঠানোর আদেশ জারি করেছে খাদ্য অধিদপ্তর। কেউ এই আদেশ না মানলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি খাদ্য অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি মহাপরিচালক বরাবর বদলি, পদোন্নতিসহ বিভিন্ন প্রকার আবেদন করে তা বিভিন্ন তদবিরকারকদের হাতে দিয়ে দিচ্ছেন। যা অপেশাদার, শিষ্টাচার বহির্ভূত এবং সরকারি চাকরি আইন, ২০১৮ পরিপন্থি।
খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সব প্রকার যৌক্তিক আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাপরিচালক বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হলো। নির্দেশ অমান্যকারী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।