নভেম্বর ৮, ২০২৪

কোটা আন্দোলনের সমন্বয়করা অধিকাংশই সাধারন শিক্ষার্থী নয়। আনকোটাবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র৷ তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির (ছাত্র অধিকার পরিষদ ভেঙে গঠিত) কেন্দ্রীয় সদস্যসচিব৷

সমন্বয়ক আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞানের ছাত্র৷ তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক৷ সমন্বয়ক আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব৷

সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজেস বিভাগের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব৷

সমন্বয়ক সোহাগ মিয়া ফিন্যান্স বিভাগের ছাত্র৷ তিনিও ছাত্রশক্তির সাথে যুক্ত৷ সমন্বয়ক আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক৷

সহসমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন গণিত বিভাগের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য৷

সহসমন্বয়ক রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং সহসমন্বয়ক হাসিব আল ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র৷ তাঁরা দুজনও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সমন্বয়ক নুসরাত তাবাসসুম৷ তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব৷

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম সদস্যসচিব৷

সুফিয়া কামাল হল শাখার সমন্বয়ক উমামা ফাতেমা প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্রী৷ তিনি অবশ্য ছাত্র ফেডারেশনের নেত্রী৷ তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব৷

ছাত্র শক্তি সরাসরি রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদের’ সঙ্গে যুক্ত। আর ছাত্র ফেডারেশর হচ্ছে আলোচিত ‘বাম’ নেতা জোনায়েদ সাকীর গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন। কোটা আন্দোলনে সমন্বয়ক ও সহসমন্বয়ক হিসেবে আরো আছে রাজনৈতিক দল বাসদ এর ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্টের বেশ কয়েকজন নেতা ও নেত্রী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...