নভেম্বর ২৮, ২০২৪

 বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু জাফর মজুমদার। কুমিল্লা লাঙ্গলকোটের সন্তান নতুন বছরের শুরুতেই উপ-পরিচালক থেকে পদোন্নতি পেয়ে ৫ম গ্রেডের পদ যুগ্ম-পরিচালক হিসেবে উন্নীত হয়েছেন।

২০০৫-০৬ সেশনে আবু জাফর মজুমদার জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের চাকুরিরত অবস্থায় ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি সম্পন্ন করেন। এছাড়াও ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতোকত্তর এবং এমবিএ করেন। ইস্টওয়েস্ট বিশ^বিদ্যালয় থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওপর মাস্টার্স সম্পন্ন করেছেন।

জাফর মজুমদার সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে ২০১৫ সালে জয়েন করেন। প্রথমে তিনি আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তীতে ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে বদলি হয়ে বর্তমানে এ বিভাগেই কর্মরত রয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...