জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত বস্ত্রখাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (১৫ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

পর্যাবেক্ষণে দেখা গেছে, কোম্পানির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৮ এপ্রিল, ২০২৪ পর্যন্ত সময়ের প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৫.১০ টাকা থেকে ২৪.৪০ টাকা। ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি কুইন সাউথ টক্সেটাইল মলিস পএিলসরি বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...