জানুয়ারি ২৪, ২০২৫

কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের কাছে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। বিকেল সোয়া ৪টার দিকে গচিহাটা রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ক্রসিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, সিগন্যাল ভুলের কারণে এটি হতে পারে। এ ঘটনায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বর্তমানে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনের বগি উদ্ধার কাজ শেষে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...