জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানি  ‍গুলো হলো, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটির স্পট মার্কেটের লেনদেন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে রবিবার (১৮ ফেব্রুয়ারি)।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...