ডিসেম্বর ২৩, ২০২৪

‘হেরা ফেরি ৩’-এর জন্য সবশ্রেণির দর্শকের আগ্রহ তুঙ্গে। রাজুর ভূমিকায় অক্ষয় কুমার, শ্যামের চরিত্রে সুনীল শেঠি আর বাবুরাও পরেশ রাওয়ালকে আবার একসঙ্গে পর্দায় দেখতে প্রস্তুত হচ্ছিলেন দর্শক। কিন্তু মাঝে হঠাৎই সব বদলে গেল। সিকুয়েল থেকে ইতোমধ্যেই নিজেকে সরিয়ে নিয়েছেন অক্ষয়। শোনা যাচ্ছিল, তার বদলে কার্তিক আরিয়ান যোগ দিয়েছেন।

নির্মাতাদের আগেই বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল ঘোষণা করে দিলেন যে, কার্তিক এই ছবির অংশ। তার টুইটে হৃদয় এঁকে প্রতিক্রিয়া জানাতে দেখা যায় কার্তিককেও।

খবরটির সত্যতা জানতে সংবাদমাধ্যমগুলো প্রশ্ন করে কার্তিককে। কেউ জানানোর আগে পরেশই জানিয়ে দিলেন? কার্তিক জবাবে বললেন, ‘আমিও খুব অবাক। এটুকুই।’ যেহেতু ‘হেরা ফেরি ৩’ এখনও প্রারম্ভিক স্তরেই রয়েছে, রোম্যান্টিক থ্রিলার ‘ফ্রেডি’ মুক্তি নিয়েই বেশি ব্যস্ত ছিলেন কার্তিক। শুক্রবার (২ ডিসেম্বর) ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে শশাঙ্ক ঘোষ পরিচালিত সেই ছবি।

চলতি বছর খাতা খুলেছিলেন ‘ভুল ভুলাইয়া ২’ দিয়ে। সেই ব্লকবাস্টারের পর এটিই তার বছরের দ্বিতীয় ছবি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে কার্তিক অভিনীত ‘শেহজাদা’ও। নিঃসন্দেহে তিনি এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে কার্তিক বলেছেন, ‘আমি শুধু গল্পটা দেখি। চিত্রনাট্য পছন্দ হলে এগোই। রিমেক হোক বা সিকুয়েল, দর্শক কিন্তু হলে এসে ছবি দেখবেন।’

উল্লেখ্য, বর্তমানে সামির বিদ্বানস পরিচালিত ‘সত্যপ্রেম কী কথা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন কার্তিক। এতে তার বিপরীতে দেখা যাবে ‘ভুল ভুলাইয়া ২’-এর সহ-অভিনেত্রী কিয়ারা আদভানিকে। ছবিটি আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...