ডিসেম্বর ২২, ২০২৪

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় মাছ শিকারের নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করা হয়েছে। রোববার (১৬ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অুনষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কাপ্তাই হ্রদে প্রতিবছর মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে তিন মাস মৎস্য আহরণে ও বাজারজাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ২০ এপ্রিল মধ্যরাত থেকে ১৮ জুলাই মধ্যেরাত পর্যন্ত মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন। কিন্তু বর্তমানে হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় সেই নিষেধাজ্ঞা আরো একমাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, প্রতি বছর মাছের প্রজনন বৃদ্ধি লক্ষ্যে তিনমাস হ্রদে মাছ শিকার নিষিদ্ধ থাকে। এবছর তিন মাস অতিক্রম হতে চললেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হ্রদে পানি কম।

তিনি আরও বলেন, রাঙামাটি জেলা প্রশাসন মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা একমাস বৃদ্ধি করায় মাছ ব্যবসায়ী ও জেলেদের জন্য খুবই ভালো হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রিপন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাছ শিকার যখন বন্ধ করা হয় সে সময় কাপ্তাই হ্রদে যে পরিমাণ পানি ছিল এখন সেই পরিমাণ পানি নেই। হ্রদে মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আরো একমাস সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...