কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ এবং চীনের পণ্য আমদানিতে বাড়তি ১০ শতাংশ শুল্ক ধার্য করে দুটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি।
তবে কানাডার তেলের ওপর ২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তার দেওয়া এ–সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
ট্রাম্পের এ নির্দেশ নতুন বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি করবে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দা ভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।
যুক্তরাষ্ট্রের প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে ক্ষুব্ধ কানাডা এবং মেক্সিকো সরকার এবার যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পৃথকভাবে এই পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে।
এর আগে শনিবার ট্রাম্প শুল্ক আরোপ করলে কানাডাও বসে থাকবেনা বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।