জানুয়ারি ৫, ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া ১৭তম আসরে ফের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুইবার শিরোপা জিতে কলকাতা।

দীর্ঘ ১০ বছর পর এবারো গম্ভীরের অধীনে আইপিএলে তৃতীয় শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স। আগের দুই আসরে গৌতম গম্ভীর কেকেআরের নেতৃত্ব দিলেও এবারের আসরে ছিলেন মেন্টরের ভূমিকায়।

শুধু তাই নয়, আগের দুই আসরে ব্যাটে-বলে মাঠে পারফরম্যান্স করলেও এবারের আসরে কেকেআরের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আইরিশ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট।

বলিউড সুপারস্টার শাহরুখ খাদের দলটিকে তিনটি শিরোপা উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন তিন তারকা ক্রিকেটার। তারা কেকেআরের তিন আসরেই শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।

কলকাতা নাইট রাইডার্সের তিনটি শিরোপা জয়ে কাকতালীয়ভাবে ছিলেন ভারতের বিশ্বকাজয়ী সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর, ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন ও আয়ারল্যান্ডের তারকা ক্রিকেটার রায়ান টেন ডেসকাট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...