ডিসেম্বর ২২, ২০২৪

টানা ক’দিন ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছিল সবজি। তবে আগাম শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমেছে। অন্যদিকে মাছের বাজারের দাম লাগামহীন হয়ে পড়ছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজারে এমন চিত্র দেখা গেছে।

কারওয়ান বাজারে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাজারে করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৫০ টাকা, টমেটো ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এ ছাড়া কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ টাকা, কপি ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা। আর প্রতি প্রতি কেজি কাঁকরোল ৮০ টাকা, গাজর ১০০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, শিম ১৪০ থেকে ১৬০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা দরে। লালশাকের আঁটি ২০ থেকে ২৫ টাকা, পাটশাক ১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ২০ টাকা, ডাঁটাশাক ২৫ টাকা, কলমিশাক ১৫ থেকে ২০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

এদিকে, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আজ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ডিমের ডজন ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, কক মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা আর খাসির মাংস এক হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি চাষের কই ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, পাবদা প্রতি কেজি ৪০০ টাকা, রুই প্রতি কেজি ৩৬০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২৫০ টাকা, প্রতি কেজি পাঙাস মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকায়, কাতল মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

চিংড়ি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা, সরপুঁটি প্রতি কেজি ৩০০ টাকা, রুপচাঁদা প্রতি কেজি ৭০০ থেকে ৯০০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা, গুলশা প্রতি কেজি ৬০০ টাকা, ট্যাংরা প্রতি কেজি ৬০০ টাকা, চাপিলা মাছ প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...