ডিসেম্বর ২৭, ২০২৪

বিজ রিপোর্ট

পুঁজিবাজারের ওটিসি থেকে বের হচ্ছে যশোর সিমেন্ট ও আরবি টেক্সটাইলস। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১৬ সেপ্টম্বর ২০২১ সালের নোটিফিকেশন অনুযায়ী পুঁজিবাজারে ওটিসি মার্কেটে থাকা ২৯টি কোম্পানির এক্সিট পরিকল্পনার অংশহিসেবে আইনের সঠিক পরিপালনের লক্ষ্যে ব্যাংক এ্যাকাউন্ট খোলা, একাউন্টে টাকা জমা দেয়া, বিও এ্যাকাউন্ট খোলা, অর্থ ফেরত পাওয়া এবং বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ বিতরণের ডিএসই ও সিএসইর সাথে যশোর সিমেন্ট ও আরবি টেক্সটাইলস এক্সিট পরিকল্পনা বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়৷

বুধবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর পক্ষে এসএমই, এটিবি এন্ড ওটিসি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ইসরাত জাহান, সিএসইর পক্ষে ডিপুটি ম্যানেজার রাহি ইফতেখার রেজা এবং যশোর সিমেন্ট কোম্পানি লি. পক্ষে কোম্পানি সচিব বীজেন বড়ুয়া ও আরবী টেক্সটাইলস লিমিটেডের পক্ষে কোম্পানি সচিব আবু বকর সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷

এসময় ডিএসই, সিএসই এবং উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএসইর এসএমই, এটিবি এন্ড ওটিসি মার্কেট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার শরীফ গিয়াসউদ্দিন আলমের সঞ্চালনায় চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম.সাইফুর রহমান মজুমদার, এফসিএ স্বাগত বক্তব্য প্রদান করেন৷

স্বাগত বক্তব্যে পুঁজিবাজারে এটি একটি নতুন বিষয় উল্লেখপূর্বক তিনি বলেন, “বিএসইসি’র নির্দেশনা অনুসারে দুটি কোম্পানির এক্সিট বাস্তবায়ন করা হয়েছে৷ কোম্পানির কার্যক্রম বিভিন্ন কারণে বন্ধ থাকার ফলে যে সকল কোম্পানি দীর্ঘদিন লেনদেন হচ্ছিল না এবং বিনিয়োগকারীগণও তাদের বিনিয়োগকৃত লভ্যাংশ না পাওয়ার অনিশ্চয়তায় ছিল সেইসব কোম্পানির বিনিয়োগকারীগণের তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার জন্য এক্সিট পরিকল্পনার একটি যুগান্তকারী পদক্ষেপ৷

অনুষ্ঠানে ডিএসই’র এসএমই, এটিবি এন্ড ওটিসি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ইসরাত জাহান মূল বক্তব্য উপস্থাপন করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ডিএসই’র মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...