জানুয়ারি ২৩, ২০২৫

ইংল্যান্ড সিরিজের পুরোটা জুড়েই নিজের সেরাটা দিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে ঠিকই সবকটি ম্যাচেই জয় তুলে নিয়েছে টাইগাররা। মঙ্গলবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে এসে সাকিব দাবি করেছেন, ফিল্ডিংয়ে বেশ উন্নতি করেছে তার দল।

অধিনায়ক সাকিবের দাবি এই মুহূর্তে বাংলাদেশ দলের ফিল্ডিং অনেক শক্তিশালী। সবাই ভালো করছে তবে সাকিব নিজে ছাড়া। তিনি বলেন, ‘আমি যদি সবকিছু বিবেচনায় রাখি, আমাদের সবচেয়ে বড় উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটা আমাদের সবসময়ই করা উচিত। আমাদের দলের অন্তত পরিকল্পনা আছে, আমরা যেন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা দল হতে পারি। আমার মনে হয় না, আমরা খুব বেশি দূরে আছি। এই দলটা সম্ভবত এশিয়ার সেরা ফিল্ডিং দল…আমি বাদে যদিও।’

ক্রিকেটের বাকি দুই বিভাগ ব্যাটিং-বোলিংয়ের মতোই ফিল্ডিংও বেশ গুরুত্বপূর্ণ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচেই এক্স ফ্যাক্টর হতে পারে এই ফিল্ডিং। কারণ এখানে একটা-দুইটা বাউন্ডারি সেইভ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

সাকিব বলেন, ‘তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ ফিল্ডিং করেছি। যেটা আমাদের বিশেষত টি-টোয়েন্টি ম্যাচে যেখানে ২-৪-১০-১৫-২০ রান পার্থক্য গড়ে দেয়, ওই জায়গাতে আমরা এবার অনেক বড় একটা টিক মার্ক দিয়েছি।’

ফিল্ডিং নিয়ে আরেক প্রশ্নে অধিনায়ক সাকিব বলেন, ‘অবশ্যই! এটা (সিরিজে বাংলাদেশের ফিল্ডিং) সাধারণ যেকোনো মানুষেরই চোখে পড়েছে। তিন ম্যাচেই যে ধরনের ফিল্ডিং আমরা করেছি। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল। আমার মনে হয়, আমরা তাদের থেকে ভালো ফিল্ডিং করেছি। সেই জায়গা থেকে অনেক বড় একটা টিক মার্ক।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...