ডিসেম্বর ২২, ২০২৪

এখনও প্রকাশ করা হয়নি আসন্ন এশিয়া কাপের সূচি। যদিও খসড়া সূচি এরই মাঝে হাতে পেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। সেখানে জানা গেছে, পাকিস্তানের মাটিতে মোট দুটি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।

এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এর মধ্যে গ্রুপ পর্বে একটি ম্যাচ নিশ্চিতভাবেই পাকিস্তানে খেলবে টাইগাররা।

জানা গেছে, গ্রুপ পর্বের ম্যাচে লাহোরে আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের আরেক ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি বাংলাদেশ কোথায় খেলবে সেটা অবশ্য জানা যায়নি। তবে ধারণা করে নেয়া যায়, সেটি হবে শ্রীলঙ্কাতেই। আর সুপার ফোরে যদি বাংলাদেশ ওঠে তাহলে সেখানকার একটি ম্যাচও পাকিস্তানের মাটিতে খেলার কথা রয়েছে তাদের। বাংলাদেশের জায়গায় গ্রুপ বি থেকে যদি আফগানিস্তান সুপার ফোরে ওঠে তাহলে পাকিস্তানের মাটিতে সেই ম্যাচটি খেলবে আফগানিস্তান।

এদিকে পাকিস্তানের মাটিতে বি গ্রুপের আরেকটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এই ম্যাচটি হবে ৫ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ২ সেপ্টেম্বর এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। আর দুটি দলই যদি সুপার ফোরে ওঠে তাহলে ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে আবারও মুখোমুখি হবে তারা। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে পাকিস্তানে। ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হবে এই বছরের এশিয়া কাপ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...