নভেম্বর ১৫, ২০২৪

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী-২ টোল প্লাজায় আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফের টোল আদায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত টোল কর্মকর্তারা।

জানা যায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে টোল আদায়ের প্রক্রিয়া শুরু হয়, ম্যানুয়াল অপারেশনের জন্য একটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়।

বনানী-২ টোলপ্লাজা আংশিকভাবে ব্যবহার করা গেলেও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে মহাখালী টোলপ্লাজা এখনও বন্ধ রয়েছে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত মহাখালী টোল প্লাজা বন্ধ থাকবে।

সাম্প্রতিক বিক্ষোভের সময় ভাঙচুরের কারণে বেশ কয়েকদিন ব্যাহত হওয়ার পর ফের টোল আদায় শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...