জানুয়ারি ২৩, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বন্ডটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে বন্ডটি গত ১৩ জুন,২০২৩ থেকে ১২ ডিসেম্বর,২০২৩ পর্যন্ত এবং গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জুন পর্যন্ত সময়ের ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ কুপন পেমেন্ট হারে মুনাফা দিয়েছে। ফলে বন্ডটির ক্যাটাগরি উন্নীত করা হয়েছে।

আগামী রবিবার (৭ জুলাই) থেকে ক্যাটাগরিটি কার্যকর হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...