![](https://thebiz24.com/wp-content/uploads/2024/01/energy.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি. এর ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (৩০ ডিসেম্বর, ২০২৩) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মেনে বার্ষিক সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী রবিউল আলম-এর সভাপতিত্বে সভায় (এজিএম) স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং মিকাইল শিপারসহ বোর্ডের অন্যান্য পরিচালকগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির প্রতিনিধি পরিচালক মাজেদা খাতুন।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ বলেন, “আমি বিশ্বাস করি দেশ আগামীতে আরও এগিয়ে যাবে, সাথে এনার্জিপ্যাকও আরও বেশি শক্তিশালী হবে। কারণ আমরা আগামীতে কী হবে তার ওপর নির্ভর করে আমাদের ব্যবসায়িক কৌশল এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সর্বদা প্রবৃদ্ধি অর্জন করেছি এবং সম্মানিত শেয়ারহোল্ডাররা পাশে থাকলে আমরা ভবিষ্যতেও অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো।”
উক্ত বার্ষিক সাধারণ সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়