জানুয়ারি ২২, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর সাথে এগ্রো অর্গানিকা পিএলসি এর ডিএসইর এসএমই বোর্ডে তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং এগ্রো অর্গানিকা পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজহার খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান মোঃ রবিউল ইসলাম, এগ্রো অর্গানিকা পিএলসি এর কোম্পানি সচিব মোঃ মজিবুর রহমান, এফসিএমএ, ইস্যুয়ার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট এর সিইও মোঃ আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠান সমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...