জানুয়ারি ২২, ২০২৫

এক রানেই ১ উইকেট হারাল শ্রীলংকা। তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান ওপেনার কুশাল মেন্ডিস।

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও ৩ রানে হেরে যায় বাংলাদেশ। আজ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের।

এমন কঠিন সমীকরণের ম্যাচে সিরিজ বাঁচাতে আপ্রাণ চেষ্ট করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

টি-টোয়েন্টিতে ২০২২ সালের জুলাইয়ের পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ। এ সময়ের মধ্যে পাঁচ সিরিজের চারটি জিতেছে টাইগাররা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ড্র করে বাংলাদেশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...