ডিসেম্বর ২৩, ২০২৪

গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ট্রেবল শিরোপা জিতেছে দলটি। স্বাভাবিকভাবেই সময়টা ভালো কাটছে রিয়াল মাদ্রিদের। বিশ্বজুড়েই বাড়ছে ক্লাবটির সমর্থকদের পরিধি। এমন অর্জনের পর এবার রাজস্ব আয়েও নতুন রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। গত ২০২৩-২৪ অর্থবছরে রিয়াল মাদ্রিদের আয় ছাড়িয়েছে ১০০ কোটি ইউরোর ঘর। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

সব মিলিয়ে ২০২৩-২৪ এক অর্থবছরে ক্লাবটির আয় ১০৭ কোটি ৩০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৬৯০ কোটি টাকা। এর আগে গত ২০২২–২৩ অর্থবছরে ক্লাবটির আয় ছিল ৮৪ কোটি ৩০ লাখ ইউরো (১০ হাজার ৭৫৭ কোটি টাকা)। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৩ হাজার কোটি টাকা আয় বেড়েছে রিয়াল মাদ্রিদের।

নিজেদের বার্ষিক আয় নিয়ে দেওয়া ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৩–২৪ অর্থবছরে আমাদের মোট পরিচালন আয় (স্থায়ী সম্পদের নিষ্পত্তির আগে) হয়েছে ১.০৭৩ বিলিয়ন ইউরো, যা ২০২২–২৩ অর্থবছরের তুলনায় ২৩০ মিলিয়ন ইউরো (২৭%) বেশি। এ সময়ের মধ্যে (সান্তিয়াগো বার্নাব্যু) স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্ত্বেও ক্লাব ১ বিলিয়ন ইউরো পরিচালন আয় করতে সফল হয়েছে। যেকোনো ফুটবল ক্লাবের জন্য এটি একটি নজিরবিহীন পরিসংখ্যান।’

সবশেষ মৌসুমে রিয়ালের শুরুটা অবশ্য হয়েছিল বাজে ভাবে। কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় হয়েছিল কার্লো আনচেলত্তির দলের। যদিও পরে একই মাসে স্প্যানিশ সুপার কাপ জিতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলে রিয়াল। এরপর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতে লস ব্লাঙ্কোসরা। যার প্রভাব পড়েছে দলটির অর্থনীতিতেও। রিয়ালের এই আয় এসেছে তাদের সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষক, জার্সি ও সামাজিক মাধ্যমগুলো থেকে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় ক্লাবটির সাফল্য তো থাকছেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...