নভেম্বর ১৪, ২০২৪

আসন্ন ঈদযাত্রায় লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে ঈদের আগে-পরে ১১ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপুলিশ হেডকোয়ার্টাস। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশান-১ নম্বরে পুলিশ প্লাজায় নৌপুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ কথা জানানো হয়।

নৌ-পুলিশ জানায়, আগামী ৬ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে, সেই ব্যবস্থাও নিতে হবে।

নৌ-পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি আব্দুল আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌযান চলাচল সমিতির নেতারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনালের বাইরে ও ছোট নৌযান থেকে যাত্রী তোলা যাবে না, সকল নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...