বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী প্রকৃত মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এছাড়া গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, সাধারণ বিমা এই কোম্পানিটি জানুয়ারি থেকে মার্চ সময়ে কর-পরবর্তী প্রকৃত মুনাফা করেছে ৩ কোটি ১০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ২ কোটি ৯৪ লাখ টাকা।
অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে প্রকৃত মুনাফা বেড়েছে ১৬ লাখ টাকা বা ৫ দশমিক ৪১ শতাংশ।
মুনাফা বাড়ায় প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৭ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। শেয়ার প্রতি ইপিএস বেড়েছে ২ পয়সা। তাতে গত ৩১ মার্চ সময়ে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৫৬ পয়সায়।
কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, মুনাফা বৃদ্ধির এই মাসে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২২ কোটি ৭ লাখ টাকা; যা গত বছরের একই সময়ে ছিল ১৯ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে। ২ কোটি ৩২ লাখ টাকা বা ১১ দশমিক ৭৪ শতাংশ।
১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।