নভেম্বর ১৫, ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বুকে পেসমেকার বসানো হয়েছে। রোববার নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে।

কয়েক দিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেতানিয়াহু। স্বাস্থ্যের উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার রাতে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিল, ‘আজ রাতে তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টারে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বুকে পেসমেকার বসানোর কাজ শুরু হবে।’

শেবা মেডিকেল সেন্টারের অ্যারিথমিয়া সেন্টারের পরিচালক রয় বেইনার্ট বলেছেন, ‘ইমপ্লান্ট কোনো জটিলতা ছাড়াই মসৃণভাবে হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) এখন প্রাণ সংশয়পূর্ণ অবস্থায় নেই। এখন খুব ভালো বোধ করছেন এবং তার দৈনন্দিন রুটিনে ফিরে যাচ্ছেন।’

৭৩ বছর বয়সী নেতানিয়াহুকে অপারেশনের পর একটি ভিডিওতে হাসতে দেখা গেছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে তাকে ‘কাল বিকেলে’ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...