অক্টোবর ৪, ২০২৪

লেবাননে রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। পালটা জবাবে আজ সকালে ইসরাইলে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরাইল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অাজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে ইসরাইলের হাইফা শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আলজাজিরার।

এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টেলিগ্রামে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানিজ ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল ৭টায় এ হামলা চালানো হয়।

এদিকে, লেবাননে নতুন করে ইসরাইলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়। তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে।

এর আগে, স্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। পালটা হামলায় ১৭ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *