জানুয়ারি ২২, ২০২৫

ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

শনিবার পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘আমি আশা করি প্রেসিডেন্ট হিসেবে আপনার মেয়াদ আমাদের বন্ধুপ্রতিম জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে অবদান রাখবে’।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় শি বলেন, ‘চীন-ইরান ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে গভীরতর অগ্রগতির দিকে নিয়ে যেতে আমি নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে ইচ্ছুক।’

গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্স ইব্রাহিম রাইসি। এর ফলে নতুন নির্বাচনের পথে হাঁটতে হয় ইরানকে। পশ্চিমাবিরোধী হওয়ায় ইরানের সঙ্গে বরাবরই উষ্ণ সম্পর্ক রয়েছে চীন এবং রাশিয়ার। রাইসির আকস্মিক মৃত্যুতে কিছুটা হলেও দ্বিপক্ষীয় সম্পর্কে ধাক্কা খায় দেশ দুটি। এবার নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট পেল ইরান।

দ্বিতীয় দফায় প্রায় তিন কোটি ভোটের মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬০ লাখের বেশি ভোট পেয়েছেন। শতাংশের হিসেবে যা প্রায় ৪৫ শতাংশ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি সাঈদ জালিলি পান ১ কোটি ৩০ লাখের বেশি ভোট, যা প্রায় ৪৪ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...