জানুয়ারি ২২, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে। সেই সাথে কোম্পানিটির প্রধান কার্যালয় এবং নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করেছে।

বুধবার (৫ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির পরিচালনা পর্ষদ এস ফয়সাল আলীকে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ০১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে আলোচ্য পদে নিযুক্ত হয়েছেন।

এদিকে কোম্পানির প্রধান কার্যালয় এবং নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির নতুন ঠিকানা- জামান কোর্ট, ৪৫, দিলকুশা সি/এ, ৮ম তলা, ঢাকা- ১০০০।

উল্লেখ্য, ইতমধ্যেই কোম্পানিটি নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...