সেপ্টেম্বর ২০, ২০২৪

জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ইবাদত। সেই চোটে খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজেও। পুনর্বাসন প্রক্রিয়া শেষে হালকা বোলিংও শুরু করেছিলেন এই পেসার। তবে সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ডানহাতি ইবাদত। ফলে এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। ঝুঁকি এড়াতেই তাকে এশিয়া কাপে পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ইবাদতকে রেখে অবশ্য এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে বিশ্বকাপের কথা ভেবে এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজম্যান্ট। এই অবস্থায় তাকে দেশে রেখেই শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল।

এদিকে ইবাদত ছিটকে যাওয়ায় এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেতে পারেন তানজিম হাসান সাকিব অথবা খালেদ আহমেদ। এদিকে খালেদ আহমেদকে দলের সঙ্গে অনুশীলনও করতে দেখা গিয়েছে।

মিনহাজুল আবেদিন বলেন, ‘ইবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে আমরা বদলি হিসেবে এশিয়া কাপে পাঠাব।’

এশিয়া কাপকে ঘিরে সাকিব আল হাসানকে অধিনায়ককে ১২ আগস্ট ১৭ সসদস্যের দল ঘোষণা করে বিসিবির নির্বাচক প্যানেল। মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া ঘোষিত এই স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয় তাইজুল ইসলাম, তানজিম সাকিব ও সাইফ হাসানকে। তানজিম এশিয়া কাপের স্ট্যান্ড বাই স্কোয়াডে থাকলেও আসন্ন এশিয়ান গেমসের স্কোয়াডে ডাক পেতে পারেন। এই অবস্থায় খালেদ আহমেদের ওপর আস্থা রাখতে পারেন নির্বাচকরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *