ডিসেম্বর ২৫, ২০২৪

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৪০তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার (২৪ নভেম্বর) ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীর চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানিরর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকদের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৩-২৪ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৩% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন। অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান পরিচালক হিসেবে পুর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানি ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ২০১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৫১৬ টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানি বছরে মুনাফার শতকরা পাঁচ ভাগ টাকা অর্থাৎ চার কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ২৪০ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...