ইন্দোনেশিয়ার একমাত্র আচেহ প্রদেশে ইসলামি আইন চালু আছে৷ সেখানকার সরকার সম্প্রতি নতুন এক নির্দেশ জারি করেছে৷ এতে বিবাহিত না হলে কিংবা প্রথম পক্ষের আত্মীয় না হলে গণপরিবহণ ও পাবলিক প্লেসে পুরুষ ও নারীদের আলাদা থাকতে বলা হয়েছে৷
এই বিষয়ে গতসপ্তাহে একটি সার্কুলার জারি করা হয়৷
২০৪৫ সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতার শততম বার্ষিকী উদযাপিত হবে৷ সেই সময়ের মধ্যে দৈনন্দিন জীবনে ইসলামি মূল্যবোধমেনে চলে এমন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই নির্দেশ দেয়া হয়েছে বলে এএফপিকে জানান আচেহর প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহাম্মদ এমটিএ৷
নির্দেশ না মানলে শাস্তি কী হতে পারে তা স্পষ্ট নয়৷ আচেহ প্রদেশে জুয়া খেলা, অ্যালকোহল পান ও বিয়েবহির্ভূত সম্পর্কের অপরাধে প্রকাশ্যে বেত্রাঘাতের শাস্তি চালু আছে৷
এছাড়া বিয়ের আগে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে একা থাকাও শাস্তিযোগ্য অপরাধ সেখানে৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপি