সেপ্টেম্বর ২১, ২০২৪

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) দেশের রাজস্ব আহরণকে আরও গতিশীল হবে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর এর ইলেকট্রনিকস ফিসক্যাল ডিভাইস (ইএফডি ম্যানেজমেন্ট) সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, পুরো বিশ্ব এখন অটোমেশনের দিকে ঝুঁকেছে। ভারত’সহ আরও অনেক দেশে ভ্যাট আহরণের জন্য অটোমেশনের ব্যবহার করা হচ্ছে   । এতে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আমরা যখন শুরু করেছিলাম বাজেটের আকার তার থেকে এখন ১০ গুন বেড়েছে। গত ১৫ বছরে দেশে অনেক নতুন কর্মসংস্থান তৈরি করেছে সরকার। যার ফলে বেড়েছে বাজেট এবং বৃদ্ধি পেয়েছে ভ্যাট আহরণ। তাই আমি ২০১৯ সালের বাজেট বক্তৃতায় ভ্যাট-ট্যাক্স আহরণ অটোমেশনের কথা বলেছিলাম।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এই অটোমেশনের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই এই মেশিনের মাধ্যমে ভ্যাট দিতে পারবে। একজন দোকান মালিক এই সিস্টেমটির মাধ্যমে জানতে পারবেন তার দোকানে বেচাকেনার অবস্থা কি। ঘরে বসেই তিনি দেখতে পারবেন তার দোকানে কি কি বেচাকেনা হচ্ছে৷

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট প্রদান এবং আহরণ করার উন্নততর ব্যবস্থা ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস)। এটি দেশে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে ভ্যাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, ডিজিটালাইজড ভ্যাট ব্যবস্থাপনা মাধ্যমে বিশ্বে স্মার্ট ভ্যাট আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এনবিআর। দেশ এগিয়ে যাচ্ছে। বড় অর্থনীতির দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে। এমন অবস্থায় ভ্যাট-ট্যাক্স প্রদান ও আহরণ ব্যবস্থা উন্নতকরণের বিকল্প নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতিমা ইয়াসমিন, সিনিয়র সচিব, অর্থ বিভাগ এবং মাহবুবুল আলম, প্রেসিডেন্ট, এফবিসিসিআই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং মূল উপস্থাপনা করেন ড. মইনুল খান, সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি), জাতীয় রাজস্ব বোর্ড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *