সেপ্টেম্বর ২১, ২০২৪

বাংলাদশের সাফল্য গাঁথা ও সম্ভাবনার কথা বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথম বারের মতো ইউরোপে ‘বেস্ট অফ বাংলাদেশ’ র্শীষক সম্মেলন ও প্রদর্শনীর অয়োজন করতে যাচ্ছে। এটিই হবে ইউরোপে প্রথম ও একমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ শো।

বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর আমস্টারডামের গ্যাশউডার, ওয়েস্টারগাসে এই সন্মেলনটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এবং অপার সম্ভাবনা ইউরোপের সামনে প্রদর্শনই করাই ‘বেস্ট অব বাংলাদেশ’ এর লক্ষ্য।

বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে বলেও জানানো হয়।

দুই দিনব্যাপী প্রদর্শনীতে যেসব প্রতিষ্ঠান অংশগ্রহন করবে-

বাংলাদেশের পোশাক খাত থেকে ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, আমান গ্রাফিক্স এন্ড ডিজাইন্স লিমিটেড, অনন্ত গ্রুপ, ক্লিফটন গ্রুপ, সেন্ট্র টেক্স লিমিটেড, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড, ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেড, ডেনিম এক্সপার্ট লিমিটেড, এক্সপেরিয়েন্স গ্রুপ, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার জিনলাইট বাংলাদেশ লিমিটেড, কেডিএস গ্রুপ, লায়লা গ্রুপ, মাদানি ফ্যাশন ওয়্যার লিমিটেড, নয়েজ জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাডকস জিন্স লিমিটেড, পিডিএস লিমিটেড, পিডিএস ভেঞ্চার, শীন শীন গ্রুপ, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড এবং টিম গ্রুপ ‘বেস্ট অফ বাংলাদেশ’ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

টেক্সটাইল খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আর্গন ডেনিমস লিমিটেড, যমুনা ডেনিমস উইভিং লিমিটেড, মাহমুদ ডেনিমস লিমিটেড, পাইওনিয়ার ডেনিম লিমিটেড এবং স্কয়ার ডেনিমস লিমিটেড।

এগ্রো থেকে রয়েছে এগ্রোশিফ্ট টেকনোলজিজ লিমিটেড, ইস্পাহানি এগ্রো লিমিটেড এবং নারিশ ফিডস লিমিটেড। দ্য মুসলিন, বেনি বুনন, এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি লিমিটেড হস্তশিল্প থেকে, এফএমজিসি থেকে প্রাণ এবং ডিজিটাল শিল্প থেকে ব্রেন স্টেশন ২৩ লিমিটেড এবং মার্চেন্ট বে লিমিটেড এবং প্রকাশনা সেক্টরের নিমফিয়া পাবলিকেশন্স প্রদর্শনীতে অংশগ্রহন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এখন বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতি হিসাবে স্থান করে নিয়েছে এবং এটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য ইউরোপ এবং বাংলাদেশী উভয় পক্ষের উদ্যোক্তা ও বেসরকারি খাতের সংস্থার মধ্যে সম্পর্ককে জোরদার করাই ‘বেস্ট অফ বাংলাদেশ’ আয়োজনের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে অগ্রগতি এবং সম্ভাবনা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে এই ইভেন্টটি আওয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, বেস্ট অফ বাংলাদেশের মতো এমন একটি অয়োজন ইউরোপে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। সমগ্র ইউরোপ থেকে বিভিন্ন খাত থেকে প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশ্বের সবচেয়ে দ্রুত উদীয়মান অর্থনীতির একটি হিসেবে বাংলাদেশের অবস্থান। সম্ভাবনা ও সুযাগকে তুলে ধরছি এই আয়োজনের মাধ্যমে। আমরা দেখাতে চাই আমাদের তরুণ ও সমৃদ্ধশালী জাতি এত অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

তিনি আরও বলেন, একটি তরুণ জাতি হিসেবে আমাদের রয়েছে বিশাল সুযাগ ও সম্ভাবনা, যা আমরা ইউরোপীয় অংশীদারদের সাথে নিয়ে কাজে লাগিয়ে আমাদের দেশকে সমৃদ্ধির দিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আমাদের দরজা প্রসারিত করতে চাই। পাশাপাশি অতিথিদের আমাদের বৈচিত্র্যময় এবং উদ্ভাবনী শিল্প, সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যসহ বাংলাদেশের সেরা সব কিছু দেখাতে চাই।

বেস্ট অফ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নেদারল্যান্ডসের প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. জ্যান পিটার বলকেনডে, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিজিএমইএর সাবেক সভাপতি এবং এফবিসিসিআইর সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান এবং লডস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেসলি জনস্টন।

জানা যায়, ‘বাংলাদেশ – একটি উদীয়মান অর্থনীতি’’, ‘টেকসই সোর্সিং বাস্তবতা: চ্যালেঞ্জসমূহ, সাফল্য এবং পরবর্তী পদক্ষেপ’, ‘বাংলাদশের পোশাক শ্রমিকের সুরক্ষা ও কল্যাণে অগ্রগতি, ‘বাংলাদেশ কৃষি-খাদ্য: পারস্পরিক সহযোগিতার সুযোগ’, ‘ইমপ্যাক্ট ইনভেস্টিং – দ্য নেক্সট ফ্রন্টিয়ার’, এবং ‘সাসটেইনেবল সিনার্জি: সার্কুলার ইকোনমি, ক্লাইমেট অ্যাকশন এবং বাংলাদেশের ভবিষ্যত’ র্শীষক ৬টি প্যানেল আলোচনা সভা থাকবে ‘বেস্ট অফ বাংলাদেশ’ আয়োজনে।

প্যানেল আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও সিইও এ.এইচ.এম. আহসান, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে ভ্যান ওমেরেন, ইনভেস্ট ইন্টারন্যাশনালের সিইও জুস্ট অরথুইজেন, সেন্টার ফর দ্য প্রমোশন অফ ইম্পোর্টসের (সিবিআই) ব্যবস্থাপনা পরিচালক জুডিথ অ্যারেন্ডস, ইনোভেশন ফর ডেভেলপমেন্টের প্রোগ্রাম ডিরেক্টর ম্যাথিল্ডে মিডেমা, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. রিয়াজ হামিদুল্লাহ, শিন শিন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল সাদাত, প্যাসিফিক জিন্স লিমিটেডের লুথমেলা ফরিদ, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলেকজান্ডার কোহনস্টাম, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে, ডব্লিউআরএপি কমপ্লায়েন্সের ইউরোপ প্রতিনিধি জারব্ন লেপিংক, সোশ্যাল এন্ড লেবার কনভারজেন্স প্রোগ্রামের নির্বাহী পরিচালক জ্যানেট মেনসিঙ্ক, ইন্টারন্যাশনাল অ্যাকর্ডের নির্বাহী পরিচালক জোরিস ওল্ডেনজিয়েল, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক পিটার ম্যাকঅ্যালিস্টার, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মুস্তাফিজ।

এছাড়াও নেদারল্যান্ডসের কৃষি, প্রকৃতি এবং খাদ্যের গুণমান বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ দূত ফ্রেডেরিক ভোসেনার, নেদারল্যান্ডস ফুড পার্টনারশিপের নির্বাহী পরিচালক আইভো ডেমার্স, নৌরিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক শামসুল আরেফিন খালেদ, ল্যারিভ ইন্টারন্যাশনাল ইন জেইস্টের ডিরেক্টর ম্যাথিয়াস ব্রায়েনেন, অরেঞ্জ কর্নারসের প্রোগ্রাম কোঅর্ডিনেটর এরিক প্যারিগার, ট্রুভালুর প্রতিষ্ঠাতা ও পরিচালক জাপ-জান ভার্বুম, ট্রুভালুর গ্লোবাল ডিরেক্টর প্রগ্রাম এন্ড পার্টনিশিপ ম্যাচটেল্ড ওইজেনস, ওয়ান টু ওয়াচের পরিচালক উইলেম গ্রিমিংক, বিজিএমইএর ব্যবস্থাপনা পরিচালক, টিম গ্রুপ ও পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, নেদারল্যান্ডসের মিনিস্ট্রি অফ ইনফ্রাস্ট্রাকচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্টের স্ট্রাটেজিক ইন্টারন্যাশনাল এডভিসর অন সার্কুলার ইকোনোমি আর্নউড প্যাসেনিয়ার, গুড ফ্যাশন ফান্ডের ফান্ড ডিরেক্টর বব অ্যাসেনবার্গ, ওপেন সাপ্লাই হাবের সিনিয়র পলিসি এডভাইজার, ইকোনমিক এন্ড সোশ্যাল অফ দ্য নেদারল্যান্ডস (এসইআর) এবং বোর্ড সদস্য ফ্লেউর মেরম্যান, হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেসের সার্কুলার বিজনেস, ফ্যাকাল্টি অফ বিজনেস, ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ের অধ্যাপক কিম পোল্ডনার, ফ্যাশন ফর গুডের হেড অফ এশিয়া এক্সপানশন প্রিয়াঙ্কা খান্না এবং আপসাইকেল ল্যাবসের সিইও সাইমন নোয়াল আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *