নভেম্বর ৮, ২০২৪

ফুটবল খেলে বিশ্বে পরিচিত আর্জেন্টিনা। গত বছর কাতারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।

ফুটবলের দেশ আজেন্টিনা এবার ক্রিকেটে গড়ল বিশ্ব রেকর্ড। শুক্রবাার চিলির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে কোনো ছক্কা ছাড়াই ৪২৭ রানের বিশ্ব রেকর্ড গড়ে, ৩৬৪ রানের রেকর্ড জয় পায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দল।

গত ২৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। তাদের সেই রেকর্ড আজ ভেঙে দিল আর্জেন্টিনা।

শুক্রবার আর্জেন্টিনার বুর্জাকো জেলার সান আলবানো স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা।

এদিন উদ্বোধনী জুটিতে ১৬.৫ ওভারে ৩৫০ রান করেন দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্টিনা গ্যালান। মাত্র ৮৪ বলে ২৭টি বাউন্ডারির সাহায্যে ১৬৯ রান করে ফেরেন লুসিয়া টেলর।

এরপর ইনিংসের শেষ ১৯ বলে ৭৭ রান যোগ করেন আলবার্টিনা গ্যালান ও মারিয়া কাস্তিনেইরাস। ৮৪ বলে ২৩টি বাউন্ডারির সাহায্যে ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন আলবার্টিনা গ্যালান। ১৬ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে অপরাজিত থাকেন মারিয়া।

টেলর ও গ্যালানের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৪২৭ রানের বিশ্ব রেকর্ড গড়ে আর্জেন্টিনা।

টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৫ ওভারে ৬৩ রানেই অলআউট হয় চিলির নারী ক্রিকেট দল।

৩৬৪ রানের রেকর্ড জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে চিলির নারী ক্রিকেট দল রেকর্ড ৬৪টি ‘নো’ বল করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...