ডিসেম্বর ২৩, ২০২৪

বিজ ডেস্ক

মিউজিক ভিডিওতে মডেল হয়ে হাজির হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নির্মিত ‘বিজয়রথ’ নামের গানের ভিডিওতে দেখা যাবে তাকে।

গানটি গেয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। গীতিকার সাকী আহমেদের কথায় গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল।

বুধবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। প্রতিষ্ঠানটির ব্যানারে আসছে গানটি।

গানের কথা এমন- ‘আসলে আসুক না বাধা/ কিছুতেই করি না ভয়/ ছিনিয়ে নেবোই জানি বিজয়। একা নইতো আর এখন/ লড়বই বীরের মতন/ এ পৃথিবী অবাক চেয়ে রয়’।

এ প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, ‘আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। মিউজিশিয়ানরাও এর ব্যতিক্রম না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি।’

প্রযোজনা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে বিজয়রথ। একই সঙ্গে গানটি দেখতে পাওয়া যাবে জি প্রাইমে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে ফ্লাইবট স্টুডিও।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...