অক্টোবর ১৮, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এর এক দিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালি’ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দেওয়ার খবর জেনেছি। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কেউ ছিলেন না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি মিরপুর ১০ নাম্বার গোলচত্বর এলাকায় পৌঁছালে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

এর আগে রোববার বিকেল চারটায় রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালি’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...